নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
রাজধানী উত্তরা পূর্ব থানা এলাকার মেরিনা আবাসিক হোটেল থেকে ডুগাল্ড ফিনল্যাসন (৬০) নামে এক বৃটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর দুপুরে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ওই হোটেল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান জানান, গত ২০শে আগস্ট মেরিনা হোটেলে ওঠেন ওই বৃটিশ নাগরিক। গতরাতে (২৯ সেপ্টেম্বর) ঘুমাতে যান, সকালে তাকে ডাকাডাকি করলে দরজা না খোলায় ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে গিয়ে দেখা যায়- তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, টুরিস্ট ভিসায় তিনি বাংলাদেশে আসেন বলে জানা যায়। ময়নাতদন্ত প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।