ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব পর্ব শুরু হবে এ বছরই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব আগামী সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছে কনমেবল।
বাছাই পর্বের ষষ্ঠ রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিল আর আর্জেন্টিনা। নভেম্বরে ম্যাচটি হবে বলে জানিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে এবং রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। কোন রাউন্ডে কোন দল কার বিপক্ষে খেলবে, কনমেবল সেটা জানালেও ম্যাচগুলোর তারিখ কিংবা ভেন্যু চূড়ান্ত করেনি।
করোনার বিধিনিষেধের গ্যাঁড়াকলে পড়ে ২০২২ বিশ্বকাপের লাতিন বাছাইপর্বের ব্রাজিলের-আর্জেন্টিনা ফিরতি ম্যাচটি আর হয়নি। তাই নভেম্বরের ম্যাচটিই হবে
২০২১ সালের পর বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের প্রথম সাক্ষাৎ। ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি ২০২৫ সালের মার্চে, লাতিন বাছাইয়ের ১৪তম রাউন্ডে।