গোপালগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে এটিই তার প্রথম শ্রদ্ধা।
বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মো. সাহাবুদ্দিন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত সব শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এরপর সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। পরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মো. সাহাবুদ্দিন মধ্যাহ্নভোজনের বিরতিতে যান। এই দিন বিকালে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।
এর আগে সকাল ১০টায় বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।