https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ সুষ্ঠু ভোটের কথায় ওবায়দুল কাদের মাইন্ড করেন কেনো? জি এম কাদের সুষ্ঠু ভোটের কথায় ওবায়দুল কাদের মাইন্ড করেন কেনো? জি এম কাদের – atv sangbad
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

সুষ্ঠু ভোটের কথায় ওবায়দুল কাদের মাইন্ড করেন কেনো? জি এম কাদের

রিপোর্টার নাম / ৪১ Time View
Update : বুধবার, ১৭ মে, ২০২৩, ৬:১৩ অপরাহ্ন

সৈকত মনি (ঢাকা), এটিভি সংবাদ  

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে খোঁচা দিয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘ক্ষমতায় বসাবে দেশের মানুষ, বিদেশীরা নয়।’ বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে বলেছে? তারা বলেছে যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। এতে ওবায়দুল কাদের সাহেব মাইন্ড করেন কেন?’’

বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের আরও বলেন, সরকারি দল মনে করছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতার পালাবদল হবে। সে কারণেই সুষ্ঠু নির্বাচন চায় না। মঙ্গলবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর থানা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে জি এম কাদের বলেন, ‘নির্বাচন ব্যবস্থা পক্ষাঘাতগ্রস্ত আর নির্বাচন কমিশনাররা হচ্ছেন বিকালঙ্গ। তাদের কাজ করার শক্তি নেই। গাইবান্ধার উপ-নির্বাচনে কারচুপিতে জড়িতদের তদন্তে চিহ্নিত করা হয়েছে। অথচ নির্বাচন কমিশন শাস্তি দিতে পারেনি কারণ সেই ক্ষমতা তাঁর নেই।

আওয়ামী লীগ বলছে আগামী নির্বাচন সংবিধান মেনে হবে। জি এম কাদের বলেন, ‘২০০৮ সালের নির্বাচনও সংবিধান মেনে হয়নি। জাতীয় পার্টি চায়, সরকারের আওতার বাইরে থাকবে নির্বাচন।’

সংসদের সমালোচনা করে বিরোধী দলীয় উপনেতা বলেন, সেখানে ব্যক্তি পূজা আর স্মৃতিচারণ চলে।

অর্থনৈতিক সংকটের জন্য সরকারের সমালোচনা করে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘গ্রামে আজকাল দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অথচ বিদ্যুৎ উৎপাদনের নামে ৯০ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিক আওয়ামী লীগ নেতারা।’

সম্মেলনে আরও বক্তৃতা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। মোহাম্মদপুর থানা জাপার সভাপতি পদে এএনএম রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে এসএম হাসেমের নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ