আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
বৃহস্পতিবার কানাডায় প্রবীণ ব্যক্তিদের বহনকারী একটি গাড়ী ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। যাদের বেশির ভাগ ডাউফিন, ম্যানিটোবা ও আশেপাশের এলাকার বাসিন্দা। এসব প্রবীণ ব্যক্তিদের বহনকারী গাড়ীকে অন্য একটি গাড়ী ধাক্কা দেয়।
কানাডার ম্যানিটোবা প্রদেশে ট্রাক ও বাসের সংঘর্ষে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। এ ছাড়া দুই চালকসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, নিহতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি। এ ছাড়া আহতদের আঘাতও গুরুতর।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে একটি জ্বলন্ত যানবাহন দেখতে পান।
দেশটির পুলিশ জানিয়েছে, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে ট্রাক এবং বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের বহনকারী একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা বেশিরভাগ প্রবীণ ডাউফিন, ম্যানিটোবা ও আশেপাশের এলাকার বাসিন্দা ছিল।
এক প্রেস ব্রিফিংয়ে ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।