আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) স্থানীয় সময় ভোরে মুরিয়েটা শহরের একটি বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
উড়োজাহাজটি লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর- এএফপি ও দ্য গার্ডিয়ান
রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আগুন নেভাতে দমকলকর্মীদের এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। প্রায় এক একর এলাকার গাছপালাসহ প্লেনটি আগুনে পুড়ে গেছে।
এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) মুরিয়েটায় উড্ডয়নের পরপরই পার্কিং লটে বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।