নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ধর্মীয় জ্ঞানের আলো ছড়াচ্ছে শ্রী শ্রী কূলেশ্বরী বাড়ি দেবালয় গীতা স্কুল। দেবালয়ের নিজস্ব অর্থায়নে পরিচালিত “গীতা স্কুল”। ধর্মীয় শিক্ষায় পিছিয়ে থাকা উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে মন্দির ভিত্তিক এমন শিক্ষা কার্যক্রমে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে।এ স্কুলে ২০০ জন শিক্ষার্থীর জন্য রয়েছে ৫জন শিক্ষক ও ২জন পরিচালক।
জানা যায়, এ উপজেলায় ইতোপূর্বে এমন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চালু ছিলনা ৷ শিক্ষকরা পাঠদান করাচ্ছেন বিনাবেতনে। শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পেরে আনন্দিত শিক্ষকরাও।
উপজেলার শ্রী শ্রী কূলেশ্বরী বাড়ি দেবালয় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যন্ত এ গ্রামের কোমলমতি শিশুদের গীতা শিক্ষা পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। এ গীতা স্কুলে শিক্ষার্থীদের উপস্থিত ব্যাপক।
জানতে চাইলে পরিচালক তপন চন্দ্র মোদক ও রাজীব চন্দ্র সাহা বলেন, পবিত্র গীতার জ্ঞান ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য আমরা নিরলস ভাবে কাজ করছি। শিক্ষা কার্যক্রম শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হবে।শ্রী শ্রী কূলেশ্বরী বাড়ি দেবালয়ের সভাপতি নরেশ চন্দ্র মোদক জানান, প্রতিদিন শিক্ষার্থীদের ক্লাস শেষে তাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এটিভি/এস