মেহেরপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার সময় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে শহরের আমঝুপি সড়ক থেকে পদযাত্রা শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর ছহি উদ্দিন ডিগ্রী কলেজের সামনে পদযাত্রা গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিল রাজপথ, সকলের একটি দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।
এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহামেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পদযাত্রা পুর্বক সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদ অরুন বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে বাংলার নির্যাতিত মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
এটিভি/জেড