আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের সাথে আরও বেশি কাজের সুযোগ আছে বলে জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল।
ইতালির রোমে সোমবার (২৪ জুলাই) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে তিনি একথা জানান। পরে এ বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি জানান, নেপালে জলবিদ্যুতের অনেক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, নেপাল ও ভারত মিলে তৈরি করা জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ৪০ মেগাওয়াট হলেও; এ উৎপাদন বাড়ানোর সুযোগ আছে।
এটিভি/এস