জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি, এটিভি সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ময়েনের বিরুদ্ধে।
শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র জুনাইদ হোসেন (১২) উথলী গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ভয়ে স্কুলে যাচ্ছে না।
স্থানীয় ও নির্যাতিত স্কুলছাত্রের বাবা আব্দুর রহমান বলেন, শনিবার (২২ জুলাই) বিকেলে জুনাইদ ও ময়েন মেম্বারের নাতি খেলা করছিল। এ সময় দুজনের মধ্যে ঝগড়া হয়। সেখানে বসা ছিলেন ময়েন মেম্বার। তিনি ছুটে এসে আমার ছেলেকে একটা লাঠি দিয়ে ডান হাতে আঘাত করলে কান্না করতে থাকে জুনাইদ।
লোকজন ছুটে এলে মেম্বার সেখান থেকে চলে যান। চিকিৎসার জন্য ছেলেকে জীবননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হাত এক্স-রে করে দেখেন তার ডান হাত ভেঙে গেছে। ঘটনার পর থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত। ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না। বিষয়টি জীবননগর থানা পুলিশকে অবহিত করেছি।’
অভিযুক্ত ময়েন মেম্বারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছেলেটাকে মারতে যাইনি। একটা লাঠি নিতে গিয়ে তার হাতে আঘাত লেগেছে।’