ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় বাসের চালক মোহন খানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৫ জুলাই) রাতে তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। র্যাবের পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় নলছিটি উপজেলার রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেফতার করে র্যাব।
গত শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আটজন নারী, ছয়জন পুরুষ ও তিন শিশুর মৃত্যু হয়। আহত ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ঝালকাঠি মালিক সমিতির বাশার স্মৃতি পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই চালক পলাতক ছিল।
এটিভি/এস