আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
বিভিন্ন কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ছিল রাজস্ব বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে। সম্প্রতি একটি কাজের জন্য এক ব্যক্তির কাছে ঘুষ চেয়েছিলেন তিনি। তবে ওই ব্যক্তি বিষয়টি জানায় পুলিশকে। এরপর ঘুষ নেয়ার সময় হাতেনাতেই ধরা পড়েন সেই কর্মকর্তা। যদিও ধরা পড়ে ঘুষের টাকা গিলে ফেলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, সোমবার (২৪ জুলাই) মধ্যপ্রদেশের কাটনিতে ঘুষ নেয়ার সময় জবলপুর লোকায়ুক্তের স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট (এসপিই)-এর একটি দলের হাতে ধরা পড়েন রাজস্ব বিভাগের পাটোয়ারী গজেন্দ্র সিং। ধরা পড়ার বিষয়টি বুঝতে পেরে ঘুষ হিসাবে নেয়া নোটগুলো গিলে ফেলেন তিনি।