https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঘুষ নিতে গিয়ে ধরা, টাকা গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা ঘুষ নিতে গিয়ে ধরা, টাকা গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা – atv sangbad
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

ঘুষ নিতে গিয়ে ধরা, টাকা গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা

রিপোর্টার নাম / ৩৮ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৮:১৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ

বিভিন্ন কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ছিল রাজস্ব বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে। সম্প্রতি একটি কাজের জন্য এক ব্যক্তির কাছে ঘুষ চেয়েছিলেন তিনি। তবে ওই ব্যক্তি বিষয়টি জানায় পুলিশকে। এরপর ঘুষ নেয়ার সময় হাতেনাতেই ধরা পড়েন সেই কর্মকর্তা। যদিও ধরা পড়ে ঘুষের টাকা গিলে ফেলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, সোমবার (২৪ জুলাই) মধ্যপ্রদেশের কাটনিতে ঘুষ নেয়ার সময় জবলপুর লোকায়ুক্তের স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট (এসপিই)-এর একটি দলের হাতে ধরা পড়েন রাজস্ব বিভাগের পাটোয়ারী গজেন্দ্র সিং। ধরা পড়ার বিষয়টি বুঝতে পেরে ঘুষ হিসাবে নেয়া নোটগুলো গিলে ফেলেন তিনি।

মধ্যপ্রদেশের কাটনি জেলায় কর্মরত ওই পাটোয়ারী নোট চিবিয়ে গিলে খেয়ে ফেলার চেষ্টা করেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
 
জানা গেছে, একটি জমির মামলায় চন্দন সিং লোধি নামে এক ব্যক্তির কাছে ৫ হাজার রুপি ঘুষ চেয়েছিলেন গজেন্দ্র। লোধি তখন বিষয়টি নিয়ে লোকায়ুক্ত জবলপুরের কাছে অভিযোগ করেন। 

তদন্তের পর লোকায়ুক্ত জবলপুরের একটি দল বিলহারিতে পৌঁছায় এবং পাটোয়ারী গজেন্দ্র সিংকে তার ব্যক্তিগত অফিস থেকে সাড়ে ৪ হাজার রুপি ঘুষ নেয়ার সময় গ্রেফতার করে। কিন্তু গ্রেফতারের সঙ্গে সঙ্গে গজেন্দ্র নোটগুলো গিলে ফেলেন। এরপর তাকে জেলা হাসপাতালে নিয়ে অনেক চেষ্টার পর তার মুখের ভেতর থেকে ঘুষ হিসেবে নেয়া নোটগুলো বের করা হয়।
 
এসপিই’র পুলিশ সুপার সঞ্জয় সাহু বলেছেন, বরখেদা গ্রামের এক ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে গজেন্দ্র সিং ঘুষ চাচ্ছেন। সেই টাকা নেয়ার সময় পাটোয়ারী এসপিই’র দলকে দেখেন এবং নোটগুলো গিলে ফেলেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
গজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ