ফরিদপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
ফরিদপুর জেলা আওয়ামীলীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকেলে শহরের আলীপুরের লাবলু সড়কের শেখ রাসেল স্কয়ারে এ অফিসটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।