নোয়াখালী প্রতিনিধি, এটিভি সংবাদ
শেখ হাসিনা সরকারের অগ্রযাত্রার ১৫ বছর ও উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) সংসদীয় আসনের সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ প্রচার ক্যারাভ্যান ‘স্মার্ট বাংলাদেশ’ এর উদ্বোধন করা হয়েছে। এই প্রচারণা দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় চলবে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজ মাঠে এ প্রচারণার উদ্বোধন করেন নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিক অবস্থায় পাঁচটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে সরকারের ৫০টি উন্নয়ন কাজের চিত্র ডিজিটাল প্রচারণার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হবে। পর্যায়ক্রমে এই প্রচারণার সংখ্যা বাড়ানো হবে। এই প্রচারণা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
এসময় তিনি আরও বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারণার দায়িত্ব আমাদের। বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার সময় এসেছে।
এটিভি/এস