চকরিয়া প্রতিনিধি, এটিভি সংবাদ
চকরিয়ায় তুচ্ছ বিষয়ে তর্কাতর্কির জেরে বন্ধুর ছুরিকাঘাতে শেফায়েত হাবিব (২২) নামের এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার ২৫ জুলাই বিকালে ছুরিকাঘাতে গুরুতর আহত হাবিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পথে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু ঘটেছে।
বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদারপাড়া ও স্কুলপাড়ার মাঝখানে সড়কে এ ঘটনা ঘটেছে। নিহত শেফায়েত হাবিব পুর্ববড় ভেওলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালাগাজী সিকদারপাড়ার প্রবাসী সাহাব উদ্দিনের ছেলে। অন্যদিকে ঘটনায় জড়িত তারিকুল ইসলাম মিশুক (২১) বিএমচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্কুলপাড়ার আবু বক্করের ছেলে।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার জানান- মোবাইল চুরির বিষয় নিয়ে উভয়ের মধ্যে সোমবার রাতে প্রথমদফায় তুমুল ঝগড়া হয়। একই বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলেও ফের তর্কাতর্কিতে লিপ্ত হয়। এ সময় কিছু বুঝে উঠার আগেই তারেকুল ইসলাম মিশুক তার কোমর থেকে ছুরি বের করে সরাসরি শেফায়েত হাবিবের পেটে ঢুকিয়ে দেয়। এর পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাত ৯টার দিকে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘ছুরিকাঘাতকারী বখাটে যুবক তারেকুল ইসলাম মিশুককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এটিভি/এস