শেখহাটি মুন্সিপাড়া (যশোর) প্রতিনিধি, এটিভি সংবাদ
যশোর সদর উপজেলার শেখহাটি মুন্সিপাড়ায় একটি কাগজের বোর্ড মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
স্থানীয়রা জানান, বুধবার ( ২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাগজের বোর্ড মিলে আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে।