বিএনপির সমাবেশ চলাকালে জাতীয়করণের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সমাবেশের দিন আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হলে তার দায় কে নেবে? কোনো শিক্ষক নেতারা এই দায়িত্ব নেবেন?
গতকাল বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই শঙ্কা প্রকাশ করেন। তিনি শিক্ষকদের ক্লাসে ফেরার আহবান জানান।
দীপু মনি বলেন, নির্বাচনের আগে বিরোধী দল নানাভাবে আন্দোলন করছে।