মিরপুর থেকে মোশাররফ হোসেন, এটিভি সংবাদ
রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে আটক করা হয়েছে। অসুস্থতার কথা জানালে পরে পুলিশ তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গাবতলী থেকে আমান উল্লাহ আমানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এ সময় তিনি অসুস্থতার নাটক করেন। হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তার সবকিছু ঠিকঠাক আছে বলে জানিয়েছেন।
গাবতলী থেকে বিএনপির কর্মসূচি পালনের জন্য নিয়ে আসা মাইক ও চেয়ার নিয়ে যায় পুলিশ।