বিশেষ প্রতিনিধি, এটিভি সংবাদ
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ৪টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে পটুয়াখালীর কুয়াকাটায় মহিপুরে একটি, আলিপুরে একটি, বাশখালি এলাকায় একটি ও নলী বন্দরে একটি ট্রলার ডুবেছে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে কুয়াকাটা থেকে ৫ কিলোমিটার গভীরে ঢেউয়ের তাণ্ডবে ডুবোচরের বিভিন্ন এলাকায় আটকে ট্রলার গুলো ডুবে যায়। এ ঘটনায় ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করতে পারলেও ডুবে যাওয়া ট্রলার ৪টি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া সকল জেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ট্রলার মাঝি একলাছ উদ্দিন জানান, সমুদ্রে ঝড়ের কবলে ট্রলার ডুবে যায় । কুয়াকাটা সৈকত থেকে ৫ কিলোমিটার গভীর ডুবোচরে প্রচণ্ড ঢেউয়ের তাণ্ডবে তলা ফেটে গিয়ে ট্রলারগুলো ডুবে যায়। তাদের পেছনে থাকা তীরে ফিরে আসা অপর একাধিক ট্রলার তাদের সকলকে উদ্ধার করে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে।
ডুবে যাওয়া ট্রলার মালিক খলিল মিয়া জানান, তার ট্রলার ডুবিতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা জানান, লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে। ঝড়ো বাতাসে সমুদ্রে টিকতে পারছে না জেলেরা। ঝড়ের কবলে পরে ৪টি ট্রলার ডুবে গেছে। তবে মাঝি মাল্লারা নিরাপদ আশ্রয় রয়েছে। সমুদ্রে থেকে বেশিরভাগ ট্রলার আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন প্রেতাশ্রয়ে আশ্রয় নিয়েছে।