পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, এটিভি সংবাদ
ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছে সয়লাব বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র। ৬৫ দিন নিষেধাজ্ঞার পর গত সাত দিনে এ অবতরণকেন্দ্রে প্রায় ১ শ’ মেট্রিক টন সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে। যার মধ্যে ৭০ মেট্রিক টনই ইলিশ।
সংশ্লিষ্টরা জানান, গত ২৩ জুলাই সাগরে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। গত বছরের তুলনায় এ বছর অবতরণকেন্দ্রে বেড়েছে ইলিশের সরবরাহ। সমুদ্রে বড় আকৃতির ইলিশ ধরা পড়ায় ভালো দাম পাচ্ছেন জেলেরা। পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে মাছ বিক্রি করতে আসা জেলে আবদুল্লাহ বলেন, সমুদ্রে বেশ ভালো মাছ পাওয়া যাচ্ছে। এর মধ্যে ইলিশ বেশি। অন্যান্য বছরের তুলনায় এবছর ইলিশের আকৃতিও বড়। নিষেধাজ্ঞার কারণে আমাদের যে ক্ষতি হয়েছিল, আশাকরি তা পুষে যাবে।