বিরোধীদের ‘আপত্তির’ মধ্যেই বৃহস্পতিবার ভারতের দিল্লির আমলাতন্ত্র নিয়ে বিল পাস হয়ে গেল লোকসভায়। সংসদের নিম্নকক্ষে বিলটি পাস হওয়ার পরই ওয়াক আউট করেন বিরোধী সংসদ সদস্যরা।
দিল্লির আমলাদের নিয়োগ এবং বদলির রাশ কার হাতে থাকবে তা নিয়ে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। গত ১১ মে শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে জানিয়েছিলেন, আমলাদের রদবদল থেকে যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে দিল্লির নির্বাচিত সরকারের।
গত ১৯ মে আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অধ্যাদেশ জারি করে মোদি সরকার। অধ্যাদেশে বলা হয়, জাতীয় রাজধানীতে সিভিল সার্ভিসেস কর্তৃপক্ষ গঠন করা হবে। আমলাদের নিয়োগ এবং বদলির ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন।
এ বিল প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখেছেন, “বিলটিকে সমর্থনের জন্য ওদের (কেন্দ্রীয় সরকার) একটিও যথার্থ যুক্তি নেই ওরাও জানে যে ভুল করছে।