আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। এতে প্রায় তিন হাজার নেতা অংশ নিয়েছেন বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
আজ রবিবার (৬ আগস্ট) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বর্ধিত সভামঞ্চে আসেন দলের সভাপতি শেখ হাসিনা। এদিন সকাল ৯টা থেকে গণভবনে তৃণমূল নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।
বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।