আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শনিবার (৫ আগস্ট) গ্রেফতারের পর ইসলামাবাদের কাছে একটি কারাগারে নেয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। তবে রোববার (৬ আগস্ট) পর্যন্ত ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ পাননি তার আইনজীবীরা। এদিকে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন প্রশাসনের কর্মকর্তারা।
পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই-এর চেয়ারম্যান ইমরান খানের মুখপাত্র নাঈম হায়দারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইমরানকে শনিবার লাহোরে তার বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায় এবং ইসলামাবাদের বাইরের একটি কারাগারে স্থানান্তরিত করে। যেখানে একটি আদালত তাকে রাষ্ট্রীয় ভাণ্ডারের (তোশাখানা) উপহার বিক্রির অভিযোগে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড, এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করে।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আগে রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যখন এই বার্তা আপনাদের কাছে পৌঁছাবে, আমি তখন জেলে থাকব। আমাকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে আমি চাই, আপনারা শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন এবং ঘরের ভেতর চুপচাপ বসে থাকবেন না।’