জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক এবং সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আজ মঙ্গলবার দেশে ফিরছেন। থাইল্যান্ডের ব্যাঙ্ককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি দেশে ফিরছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সাদ এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা সাদ এরশাদ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওশন এরশাদকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন সম্মিলিত জাতীয় জোট ৫৮দলীয় ইউএনএর মহাসচিবের নেতৃত্বে শরিক দলের চেয়ারম্যান ও মহাসচিবরা।
এটিভি/এস