অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা জানার জন্য কয়েকটি টেস্টের স্যাম্পল দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
বুধবার (৯ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং ওনার কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে
প্রসঙ্গত, গত ১২ জুন এই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ওই সময় পাঁচ দিন তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। তিনি দীর্ঘদিন যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।