এক দিক থেকে দেখলে দুটি ক্লাবের তুলনা হয় না। বসুন্ধরা কিংস যে মঞ্চে প্রথম পা রাখছে, সেখানে শারজা এফসি খেলছে প্রায় ২০ বছর আগে থেকে। মিরালেম পিয়ানিচ, পাকো আলকাসাররা এই কিছুদিন আগেও তো বাংলাদেশিদের কাছে ছিলেন দূরের তারা। কিংসের রাকিব, বিশ্বনাথরা আজ তাঁদেরই চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন।
শারজা টানা চতুর্থবারের মতো এবার চ্যাম্পিয়নস লিগে খেলছে। আমিরাত প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন হিসেবে এবার শুরু করেছে প্রিলিমিনারি রাউন্ড থেকে। তবে ২০২১-এই তারা আসরের শেষ ষোলোতে খেলেছে। এবারও তেমন কিছুই চাইবে। বেনফিকা থেকে আসা ব্রাজিলিয়ান উইঙ্গার কায়ো লুকাস কয়েক মৌসুম ধরেই দলের অন্যতম সেরা পারফরমার। গত বছর বার্সেলোনায় খেলা পিয়ানিচ ও রোমার সাবেক মিডফিল্ডার কোস্তাস মানোলাসকে এনে মাঝমাঠের শক্তি আরো বাড়িয়েছে তারা। সামনে গোল করার জন্য আছেন আলকাসার। বার্সেলোনা, ডর্টমুন্ড, ভিয়ারিয়াল হয়ে স্প্যানিশ স্ট্রাইকার এখন শারজার জার্সিতেই আজ কিংসের মুখোমুখি হতে যাচ্ছেন।
এএফসি চ্যাম্পিয়নস লিগে যেমন বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে স্বপ্নের অভিষেক হতে যাচ্ছে কিংসের। তেমনি এই তারকাদের চ্যালেঞ্জ জানাতে পারাটাও হবে এই ফুটবলারদের ক্যারিয়ারের সেরা মাইলফলক। এই বড় ম্যাচের চাপ বাংলাদেশ চ্যাম্পিয়নরা কিভাবে সামাল দেন সেটিই এখন দেখার। প্রতিপক্ষ কোচ কসমিন ওরাউই নিজেদের নিয়েও যথেষ্ট সতর্ক, ‘মৌসুমের শুরুতে ছন্দ পাওয়াটা বড় এক চ্যালেঞ্জ। প্রতিপক্ষ যারাই হোক আমাদের নিজেদের সেই চ্যালেঞ্জটা পুরোপুরি রয়েছে।’ তার জন্য তারা প্রস্তুতিরও কমতি রাখেনি। ইউরোপে লম্বা ক্যাম্প করেছে। দুই মাস ধরেই তারা টানা প্রস্তুতি ম্যাচ খেলছে। লড়াইয়ের মন্ত্রে কিংস আজ তাদের কতটা সমস্যায় ফেলতে পারে সেটিই দেখার।
এটিভি/এস