আহসান হাবীব, এটিভি সংবাদ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন। সরাসরি হত্যার সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের রেকর্ড জিয়াউর রহমান বাজার থেকে তুলে নিয়েছেন বলে অভিযোগ করেন জাহাঙ্গীর কবির নানক।
আওয়ামী লীগের এ নেতা বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে ট্রিগার চেপেছি। সেই জয় বাংলা স্লোগান জিয়াউর রহমান কেন নিষিদ্ধ করলেন?
তিনি বলেন, ৭৫ এ যেমন ষড়যন্ত্র হয়েছে তেমনি আবার ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের ধারক ও বাহক বিএনপি-জামায়াত। ছাত্রলীগের উদ্দেশ্যে নানক বলেন, ছাত্রলীগ হলো শেখ হাসিনা মূল ভ্যানগার্ড। তরুণ প্রজন্ম শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার মূল সেনা।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, যারা বিএনপি করে তারা রাজাকারের সন্তান।
প্রত্যেক নির্বাচনের আগে বিএনপি ষড়যন্ত্র করে অভিযোগ করে তিনি বলেন, কমপক্ষে ৫১ শতাংশ আসন আওয়ামী লীগের পক্ষে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এটিভি/এস