খেলাধুলা ডেস্ক, এটিভি সংবাদ
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকেই বেতন-ভাতাসহ বিভিন্ন সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ দিন সেই দাবী পূরণ করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবশেষ ১৬ আগষ্ট সাবিনা-সানজিদাদের দাবি পূরণ হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে দেশের ৩১ জন নারী ফুটবলারদের সঙ্গে নতুন করে ছয় মাসের চুক্তিপত্র করেছে বাফুফে। নতুন এই চুক্তিতে তাদের বেতন-ভাতা দ্বিগুণেরও বেশি করা হয়েছে। যা ছয় মাস পর নবায়ন করা যাবে। ৬ মাসের এই চুক্তি কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।
নতুন চুক্তি অনুযায়ী, ৩১ জন ফুটবলারের মধ্যে ১৫ জন সর্বোচ্চ ৫০ হাজার, ১৪ জন ৩০ হাজার আর দুইজন যুক্ত হয়েছেন ১৫ হাজার টাকার চুক্তিতে। চুক্তি স্বাক্ষরের সময় সশরীরে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বেতন বাড়ার পাশাপাশি নারী ফুটবলারদের কঠোর আচরণবিধির আওতায় এনেছে বাফুফে। বাফুফেকে না জানিয়ে কোথাও খেলতে যাওয়া, বিনা কারণে অনুশীলন বর্জন করতে পারবে না ফুটবলাররা। কোনো ফুটবলার শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ক্যাম্প থেকে বের করে দেওয়া হবে। নতুন চুক্তিতে নারী খেলোয়াড়দের বেতন দ্বিগুণের বেশি করেছে ফেডারেশন। এই অর্থের জোগান সম্পর্কে ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের স্পন্সর ও ফিফা ফান্ড রয়েছে। সেখান থেকে এটা ম্যানেজ হবে। আমার সামর্থ্য থাকলে আরো বেশি দিতাম।
ফেডারেশন দাবি মেনে নেওয়ায় সাবিনাদের মুখেও তৃপ্তির হাসি, আমার এখানে কোনো বিষয় নয়, আমাদের। আমাদের আবদার পূরণ হওয়ায় খুশি। চুক্তির পর নারী ফুটবলাররা আরো ভালো পারফরম্যান্স করবেন এটাই প্রত্যাশা মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের, এখন থেকে মেয়েরা আরো ভালো ফুটবল খেলবে এই বিশ্বাস করি।
৫০ হাজার টাকা : সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাসুরা পারভীন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফার ইয়াসমিন, আনাই মোগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতু পর্ণা, সানজিদা আক্তার, মার্জিয়া, কৃঞ্চারানী সরকার, তহুরা খাতুন।
৩০ হাজার টাকা : সোহাগি কিসকু, স্বপ্না রানী, আফিদা খন্দকার, শাহেদা আক্তার, স্বর্না রানী মন্ডল, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, সাতসুশিমা সুমাইয়া, উন্নতি খাতুন, হালিমা আক্তার, কোহাতি কিসকু, নাসরিন আক্তার, ইতি খাতুন।
১৫ হাজার টাকা : মিস রুপা ও আইরিন খাতুন।