ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে অবসর ভেঙে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ফিরতে যাচ্ছেন ইংল্যান্ডের মহাতারকা বেন স্টোকস। ২০১৯ বিশ্বকাপের ফাইনাল ও গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের নায়ক স্টোকসকে ফেরাতে উদগ্রীব ছিল ইংল্যান্ড দল। সাদা বলের অধিনায়ক জস বাটলারকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্টোকসকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে রাখা হয়েছে ৩২ বছর বয়সী অল-রাউন্ডারকে। কিন্তু কীভাবে এসব সম্ভব হলো?
ওয়ার্কলোড কমাতে গত বছরের জুলাইয়ে ওয়ানডে থেকে সরে দাঁড়ান স্টোকস। এরপর থেকেই তার মত বদলানোর চেষ্টা করে আসছিলেন ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট ও অধিনায়ক বাটলার। সর্বশেষ অ্যাশেজের পর ওয়ানডে বিশ্বকাপ খেলার প্রশ্নে স্টোকস নেতিবাচক জবাবই দিয়েছিলেন। তারপর তাকে রাজি করান বাটলার।
তবে সেটা মোটেও জোর করে নয়। বাটলারের মতে, ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার একটা আগ্রহ কাজ করেছে স্টোকসের মধ্যে।
ইংল্যান্ডকে দুটি বিশ্বকাপ এনে দেওয়া স্টোকসকে রাজি করানোর বিষয়ে বাটলার বলেন, ‘সত্যি বলতে, এটা বেনের (স্টোকস) সিদ্ধান্ত ছিল। এরই মধ্যে বেনকে আপনারা সবাই বেশ ভালোভাবে চেনেন।
আমার মনে হয় না, তার সঙ্গে কথা বলে কেউ তাকে রাজি করাতে পারত। এটা নিয়ে বেশ কিছুদিন আগে আমাদের কথা হয়েছিল। সে ফিরতে চায় কিনা, আমাকে জানানোর সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দিয়েছিলাম। আমরা খুশি যে, সে ফেরার জন্য প্রস্তুত। আর যেকোনো সময় তাকে দলে স্বাগত জানাতে পারা দারুণ ব্যাপার।
এটিভি/এস