অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
নয়াদিল্লি গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তার সফরসঙ্গী হয়েছেন পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও তার স্ত্রী শরীফা কাদের। সাথে রয়েছেন রয়েছেন পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা।
রোববার (২০ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।
দলীয় সূত্র জানায়, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তার এ সফর গুরুত্বপূর্ণ। তিন দিনের সফরে ভারতের সরকার প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও জাতীয় পার্টির নেতারা এটাকে প্রকাশ্যে নির্বাচনী সফর বলতে নারাজ। তবে, ভারত সফর শেষে দেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে দলটির করণীয় সম্পর্কে প্রেসিডিয়ামে বৈঠক ডেকে সিদ্ধান্ত নিতে পারেন জিএম কাদের।
নির্বাচনের আগে জাপা চেয়ারম্যানের ভারত সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে। জিএম কাদের দীর্ঘদিন যাবত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জোরালো বক্তব্য রেখে যাচ্ছেন। নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ বিদেশি দূতদের সঙ্গে তার দফায় দফায় বৈঠক হয়েছে।