নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, আওয়ামী লীগ হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে না, নিজেরা এর শিকার হয়। জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে। আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করছে! ৭৫ এ হত্যাকাণ্ড কে ঘটিয়েছে? সেদিন শিশু, নারী, অন্তঃসত্ত্বাসহ গোটা পরিবারকে নিশ্চিহ্ন কারা করেছিল? জিয়া এর মাস্টারমাইন্ড।
সোমবার (২১ আগস্ট) গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক অভিলাষ পূরণ করতে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় ৩ নভেম্বর বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। হাওয়া ভবন থেকে ২১ আগস্টের নির্দেশ দিয়েছিলেন তখনকার যুবরাজ তারেক জিয়া। এখন কাপুরুষের মতো বিদেশে পলাতক রয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের হাতে বাংলাদেশ, নির্বাচন এবং গণতন্ত্র নিরাপদ নয়। তাদের প্রতিরোধ, প্রতিহত এবং পরাজিত করতে হবে। অপশক্তি, খুনি এবং দুর্নীতিবাজদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। বিএনপি’র দেশ পাকিস্তান ও আফগানিস্তান। তাদের হৃদয়ে বাংলাদেশ থাকলে এতসব ঘটনা ঘটাতে পারত না।
ওবায়দুল কাদের আরও বলেন, খালেদা জিয়া জেলের বাইরে থাকাটা ফখরুলদের আন্দোলনের ফসল নাকি শেখ হাসিনার উদারতা? আপনারা তো ৫০০ লোকের মিছিলও করতে পারেননি খালেদা জিয়ার জন্য। লজ্জা করে না, ফখরুল সাহেব? কানাডার আদালত আপনার দলকে পাঁচবার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।