নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হুশিয়ারি দিয়ে বলেছেন, শেখ হাসিনাকে মোকাবিলার শক্তি বিএনপির নেই। কাজেই আগুন নিয়ে খেলবেন না, হাত পুড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আগামী নির্বাচন কেউ ভন্ডুল করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে।
সোমবার (২১ আগস্ট) শেষ বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে দেশ খুনিদের হাতে চলে গিয়েছিল। শেখ হাসিনার ওপর আক্রমণ করা হয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুক্তিযুদ্ধের, স্বাধীনতার ও শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।