নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি’র চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি আরও জানান, মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।
শামসুদ্দিন দিদার জানান, বিএনপির আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।