অভিমান থেকে হুট করেই অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি অবসর ভেঙে ফিরে আসেন। কিন্তু শরীর সায় দিচ্ছে না। ইনজুরিতে জর্জরিত দেশসেরা ওপেনার ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেন।এশিয়া কাপে খেলবেন না, বিশ্বকাপেও অনিশ্চিত। যদিও তিনি ভালোভাবেই বিসিবির বিশ্বকাপ পরিকল্পনায় আছেন। তামিমকে ঘিরে এতসব ঘটনাপ্রবাহ নিয়ে আজ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের কাছে।শনিবার মিরপুর শেরেবাংলায় এশিয়া কাপপূর্ব সংবাদ সম্মেলন করতে আসেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসান।
এক পর্যায়ে সাকিবকে প্রশ্ন করা হয় যে, অবসর ভেঙে তামিমের ফেরা কতটা স্বস্তির? জবাবে তামিমের নাম না উল্লেখ করে সাকিব বলেন, ‘যে কোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলে তারা কতটা অবদান রাখতে পারে, এটার ওপর অবশ্যই নির্ভর করে সবকিছু। তবে অবশ্যই অভিজ্ঞতার তো একটা দাম আছে এবং অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে কন্ডিশন সম্পর্কে কিংবা বড় বড় টুর্নামেন্ট সম্পর্কে যখন একজন ক্রিকেটারের অভিজ্ঞতা থাকে ও তা যখন ভাগাভাগি করে, জিনিসটা অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে যারা নতুন দলে আসে।’তামিম ইকবাল সম্পর্কে বিসিবিও বেশ ইতিবাচক।
সম্প্রতি নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, তামিম মাঠে ফেরার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাকে বিশ্বকাপে খুব দরকার বলেও মন্তব্য করেন বাশার। পিঠের নিচের অংশের ব্যথা কমাতে দুই দফা ইংল্যান্ড থেকে ইনজেকশন নিয়ে ফেরা তামিমের এখন পুনবার্সন প্রক্রিয়া চলছে। সম্প্রতি তিনি হালকা ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। কিছুদিন পর পুরোদমে অনুশীলন শুরু করে দেবেন।
দল থেকে বাদ পড়া আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহর বিষয়ে অবশ্য সংবাদ সম্মেলনে কোনো আলোচনা হয়নি।