ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দুই দলেই একটি করে পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় শেখ মেহেদী হাসানকে দলে টেনেছে বাংলাদেশ। মঈন আলীর জায়গায় রিস টপলিকে এনেছে ইংল্যান্ড।
ভারতের মাটিতে ইতোমধ্যেই শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। টাইগারদের সামনে এবার বর্তমান ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানদের হারানোর সুখস্মৃতি নিয়ে এবার ইংলিশদের বিপক্ষে একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে টাইগার বাহিনী।
বাংলাদেশ :
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড :
জনি বেয়ারস্টো, ডেভিড ম্যালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।