ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। শনিবার (২৮ অক্টোবর) বিশ্বকাপে প্রথম দল হিসেবে শততম ম্যাচ খেলতে নামবেন ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা।
দুই দলের মধ্যে পাঁচ ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬। সর্বশেষ তিন ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে অজিরা। বিশ্বকাপের এবারের আসরে আগের ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া নিউজিল্যান্ড জয়ের ধারায় ফিরতে মরিয়া। শনিবার ভারতের ধর্মশালাতে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড লড়াই।
হাইভোল্টেজ এ ম্যাচে দুই দলই একাদশে পরিবর্তন নিয়ে নেমেছে। ক্যামেরুন গ্রিনের পরিবর্তে অস্ট্রেলিয়ার একাদশে এসেছেন ট্রাভিস হেড। পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান। তার বদলে খেলছেন জিমি নিশাম। হেড ও নিশাম দুজনই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেলেন।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ:
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।