ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ইতিহাসে লিখেছেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার। বিশ্বকাপে করেছেন বিশ্বরেকর্ড। স্বদেশী শচিন টেন্ডুলকার ও বাংলাদেশের সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন কোহলি।
বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইনিংসে ২৭তম ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের স্পিনার রাচিন রবীন্দ্রর স্টাম্পের ওপর করা ডেলিভারি লং অনে ঠেলে এক রান নিলেন ভিরাট কোহলি। এর মাধ্যমে বিশ্বকাপের নক আউট ম্যাচে প্রথমবারের মতো পঞ্চাশ ছুঁলেন তারকা এই ব্যাটার।
এর পাশাপাশি দারুণ ছন্দে থাকা বিশ্বকাপে নতুন রেকর্ডও গড়লেন কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে খেললেন ৮টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ২০০৩ সালে এক সেঞ্চুরির সঙ্গে ছয়টি ফিফটি করেন শচিন টেন্ডুলকার। গত আসরে দুই সেঞ্চুরির পাশাপাশি সাকিব আল হাসান খেলেন পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
মুম্বাইয়ের ছেলে শচীন। তাই সেখানাকার ওয়াংখেড়ে স্টেডিয়ামকে বলা হয় শচীনের মাঠ। নিজ শহরে উত্তরাধিকারীদের সাহস যোগাতে মাঠে হাজির ছিলেন সাবেক এই ভারতীয় ব্যাটার। কোহলি যখন সেঞ্চুরি উদযাপনে মাটিতে বসে পড়েন তখন দাড়িয়ে তাকে অভিনন্দন জানান শচীন। গ্যালারিতে থাকা আনুস্কা শর্মা ছাড়া অন্যান্য তারকাদের উল্লাসও ছিল দেখার মতো।