অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা জনগণকে হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, তাদের মতো অমানবিক আর কোথাও দেখি না। তারা সাধারণ মানুষকে কেন পুড়িয়ে মারে?
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
হরতাল-অবোরধকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের প্রতি ইঙ্গিত করে এসময় প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারা, বাসে আগুন দেওয়া, রাষ্ট্র সম্পদ নষ্ট করা-সেটা কী কারণে করে তা বোধগম্য নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষায় ব্যাপক সুযোগ সৃষ্টি করেছি। আমরা বিনা পয়সায় বই দিচ্ছি। শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। এতে তাদের বাবা-মায়ের ওপর চাপ কমছে। তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে।
শেখ হাসিনা বলেন, আমরা দেশের মানুষকে উন্নত জীবন দিতে চাই। বিশেষ করে আমাদের নারীদের। আমাদের সশস্ত্র বাহিনীতে আগে মেয়েদের নেওয়া হতো না। আমি ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথম সিদ্ধান্ত নিই। মেয়েরা শুধু দেশে না, শান্তিরক্ষা মিশনেও নাম করছে। আমার সঙ্গে সেক্রেটারি জেনারেলের কথা হয়েছে, তিনি আমাদের নারী অফিসার বেশি চান।