ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ :
সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারাল বাংলাদেশ। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। নাইম আর তাইজুল এই তিনটি উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে। শক্তিশালী নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে বাংলাদেশ।
ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় তুলে নেয়ার পথে বল হাতে টাইগারদের নায়ক স্পিনার তাইজুল ইসলাম। নিজের টেস্ট ক্যারিয়ারে ১২তম ফাইফারের দেখা পেয়েছেন তিনি। নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু হলো বাংলাদেশের।
শনিবার (২ ডিসেম্বর) ৩৩২ রান তাড়ায় নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে।
জয়ের মঞ্চ আগের দিনই তৈরি করে রেখেছিল বাংলাদেশ। ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেটাও সেরে ফেলল স্বাগতিকরা। নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নিল নাজমুল হোসেন শান্তর দল।
গতকাল বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের টার্গেটে সেই লক্ষ্য ব্যাট করতে নেমে শুরতেই চাপে পড়ে কিউইরা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিল সফরকারীরা।