ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান নিজেই বলেছিলেন বিশ্বকাপের পরই অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো আস্থা রাখছে সাকিবের উপর। তিন ফরম্যাটেই তাকে অধিনায়ক হিসেবে প্রত্যাশা করে বিসিবি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যম কর্মীদের জানান, সাকিবকেই তিন ফরম্যাটে অধিনায়ক হিসেবে দেখতে চায় বোর্ড। আলোচনায় রয়েছে তামিম ইকবাল ইস্যুও। তামিমের ভবিষ্যৎ জানা যাবে জানুয়ারিতে।
তিনি আরও জানান, ‘আমরা এখন শান্তকে অধিনায়ক দিয়েছি দেখার জন্য। সামনের দুই সিরিজের জন্য সে অধিনায়কত্ব করবে। সাকিবকে দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব দেয়া হয়েছে আপনারা জানেন। তো সে আমাদের তিন ফরম্যাটেরই অধিনায়ক। ইনজুরি কাটিয়ে সাকিব আসলে সেই আমাদের অধিনায়ক থাকবে। আমরাও চাই সে সব ফরম্যাটে অধিনায়ক থাকুক।