https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেল বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেল বাংলাদেশ – atv sangbad
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

রিপোর্টার নাম / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৫১ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ

নিউজিল্যান্ডের মাঠে প্রস্তুতি ম্যাচে নিউজল্যান্ডকে হারিয়েছে লাল-সবুজের দল বাংলাদেশ। ম্যাচটিতে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফম্যান্স করেছেন রিশাদ হোসেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টায় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ।

ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪৯.২ ওভারে ৩০৮ রান তুলতেই শেষ হয় কিউইদের ইনিংস। এতে ২৬ রানে জয় পায় বাংলাদেশ। জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লেগস্পিনার রিশাদ। ব্যাট হাতে তিনি ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কার মার। আর বল হাতে তুলে নেন ৩ উইকেট। তাতে বাংলাদেশ বড় সংগ্রহের পাশাপাশি জয়ও তুলে নেয়।

ম্যাচটিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন লিটন দাস। ব্যাটিংয়ের শুরুতে জুটি বাধে এনামুল হক ও তানজিদ তামিম। দুজনে সেই জুটি থেকে রান করেন ৪৭। এনামুল আউট হয়েছেন ২৬ বলে ৩৩ রান করে। এরপরে তানজিদ তামিম ও সৌম্য সরকার মিলে গড়েন ১০১ রানের জুটি। দলীয় ১৪৮ রানে ব্যক্তিগত ৪৬ বলে ৫৮ রান করে আউট হন তামিম। ৫৯ করে সাজঘরে ফেরেন সৌম্য। সে সময়ে খুব দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়। তিনি রানের খাতা খুলতে পারেননি। আর আফিফ হোসেন করেন মাত্র ১০ রান। দলপতি লিটন দাস ব্যক্তিগত ৫৫ করে আউট হন। সবমিলিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড একাদশের সামনে দলটি ৩৩৫ রানের বড় লক্ষ্য দেয়। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সমরথ সিং।

শুরুতেই চাপে পড়ে কিউইরা। ৩২ রানের মধ্যে ২ উইকেট এবং ৮০ রানের মধ্যে দলটি ৪ উইকেট হারিয়ে বসে। ভরত পপলি ও এসকে প্যাটেল কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু শেষ পর্যন্ত তারাও ব্যর্থ হয়। ভরত করেন ৯০ বলে ৯২ রান। শেষ দিকে জোসেফ ফিল্ড ২৬ বলে ৩৩ রান করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ