ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ :
নেপিয়ারে তৃতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। ঐতিহাসিক এ জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াল টাইগাররা। অপরদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডেতে ৯৯ রানে পরাজয়ের স্বাদ দিয়েছে বাংলাদেশ।
৯৯ রানের লক্ষ্য বাংলাদেশ ছুঁয়ে ফেলল ৯ উইকেট ও ২০৯ বল বাকি রেখেই। ১৯তম ম্যাচে এসে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডেতে হারাল বাংলাদেশ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরিতে ২০৯ বল হাতে রেখেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ৯ উইকেটের জয়ে ইতিহাস সৃষ্টি করেছে টাইগাররা।
শনিবার (২৩ ডিসেম্বর) হোয়াটওয়াশ এড়ানোর লক্ষ্যে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তাণ্ডবে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় ব্ল্যাক-ক্যাপসরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ দশমিক ১ ওভারেই ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে শান্ত বাহিনী।