বরিশাল, এটিভি সংবাদ
বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার নতুন শিকারপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টায় সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি নতুন শিকারপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির দু’জন নিহত হয়। এছাড়া বাসের ৬-৭ জন যাত্রী আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, এ ঘটনায় বাস ও ট্রলি জব্দ করেছে পুলিশ।