অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের এ পর্যন্ত ৭০ জন সদস্য (আত্মীস্বজনসহ) নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে জাতিসংঘের একজন অভিজ্ঞ সহায়তাকর্মী ছিল। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা শহরের কাছে বোমা হামলায় ইসাম আল মুগরাবি (৫৬), তার স্ত্রী, পাঁচ সন্তান এবং আরও কয়েক ডজন আত্মীয় নিহত হয়েছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করে ইউএনডিপির প্রধান আচিম স্টেইনার বলেন, গাজায় আমাদের ইউএনডিপি সহকর্মী এবং তাঁর পরিবারের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। বিমান হামলায় তার পুরো পরিবারের ৭০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউনএনডিপি। কারণ গাজার অভ্যন্তরে মৃত্যু ও ধ্বংসের মাত্রা মরিয়া প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।