অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আমি মন থেকে বলছি গত ৫ বছরে আমার কর্মে কোনো গাফিলতি করিনি। আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মাশরাফী আরও বলেন, আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি মন থেকে বলছি গত ৫ বছরে আমার কর্মে কোনো গাফিলতি করিনি। আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি। করোনার কারণে ২ বছর কাজ করার সুযোগ পাইনি। যতটুক সম্ভব হয়েছে, সাধ্যমতো চেষ্টা করেছি। আগামী ৭ জানুয়ারি আপনারা যদি নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, গতবার যা ছিল; তার থেকে কাজের স্পৃহা বেড়ে যাবে। আপনারা কেন্দ্রে যেয়ে আপনাদের মূল্যবান ভোটটি দেবেন। আপনারা যদি মনে করেন মাশরাফীকে ভোট দেওয়ার মতো, তাহলে দেবেন না হলে দেবেন না।
এসময় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, খুলনা মেডিকেল কলেজ, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৫ জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রায় ৫ হাজার রোগীকে ফ্রি সেবা এবং ওষুধ বিতরণ করা হয়।