atv sangbad

Blog Post

মুখস্থনির্ভরতা-পরীক্ষানির্ভরতা থাকবে না: দীপু মনি

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

২০২৪ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই তুলে দিয়ে ‘বই উৎসব’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘বই উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় রূপান্তর নিয়ে কারো কারো সংশয় থাকতেই পারে। নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়, মুখস্থনির্ভরতা-পরীক্ষানির্ভরতা থাকবে না। শিক্ষার্থীরা গড়ে উঠবে স্মার্ট নাগরিক হিসেবে। ঝরে পড়ার হার নেমে আসবে ন্যূনতম পর্যায়ে।

নির্বাচন সামনে রেখে একটি চিহ্নিত মহল মিথ্যা অপপ্রচারেরে পাঁয়তারা করতে পারে। তাতে অভিভাবকসহ সংশ্লিষ্টদের কান না দেয়ার আহ্বান জানান দীপু মনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :