আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। আশঙ্কা- সময়ের সাথে বাড়বে নিহতের সংখ্যা।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইশিওয়াকা অঞ্চল। ক্ষতিগ্রস্ত শতাধিক স্থাপনা, বিদ্যুৎহীন ৩৩ হাজারের কাছাকাছি ঘরবাড়ি। উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্রে রাত কাটিয়েছেন হাজার হাজার মানুষ। এখন পর্যন্ত দেড় শতাধিক আফটারশক অনুভূত হলো, দুর্গত এলাকায়। সোমবার, দেশটির উত্তর-মধ্যাঞ্চলে অনুভূত হয় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। রাশিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। কেননা, উত্তাল হয়ে ওঠে সাগর। উপকূলে আছড়ে পড়ে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। দেশটির উত্তরাঞ্চলে জারি করা হয় সতকর্তা।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, দুর্গত এলাকায় কাজ করছে সেনাবাহিনী।