বগুড়া সংবাদদাতা, এটিভি সংবাদ
বগুড়ায় মিনি ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৩ জানুয়ারি) সকালে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক মোখলেছ উদ্দিন ও যাত্রী রফিকুল ইসলাম। তাদের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি মোকামতলা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রংপুরগামী মিনি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মোখলেছ এবং যাত্রী রফিকুল ইসলাম মারা যান। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বগুড়ার ফুলবাড়ী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ পড়ে থাকতে দেখি। এর আগে, অটোরিকশাচালকের লাশ তার স্বজনেরা নিয়ে গেছেন।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী বলেন, দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক এবং অটোরিকশাটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।