ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
আর্জেন্টিনার সাম্প্রতিক সব সাফল্যের পেছনের কারিগর দেশটির কোচ লিওনেল স্কালোনি। এসব কীর্তি স্মরণে আর্জেন্টিনায় একটি রাস্তার নামকরণ করা হয়েছে তার সম্মানে। স্কালোনির জন্মস্থান পুজাতো শহরের সড়কের নাম দেওয়া হয়েছে ‘লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি’।
বিশ্বকাপ জয়ের কিছুদিন পরই পুজাতোর স্থানীয় সরকার প্রধান দানিয়েল কুয়াকুয়ারেনি কথা দিয়েছিলেন স্কালোনির নামে সড়ক তৈরি করার। সেই কথাই রাখলেন কুয়াকুয়ারেনি। এই সপ্তাহে স্কালোনির নামে নামকরণ করা হয় সড়কটির।
সম্মানজনক এই স্বীকৃতি পেতে স্কালোনি উপস্থিত ছিলেন পুজাতোর স্থানীয় ক্লাব মাতিয়েনসোতে। সেখানে ক্লাবের তরুণ ফুটবলার ও সমর্থকরা আর্জেন্টাইন কোচের অটোগ্রাফ ও তাকে একনজর দেখতে মুখিয়ে ছিলেন।
স্কালোনির অধীনে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ ৩৬ বছরের শিরোপা আক্ষেপ ঘোঁচে আর্জেন্টাইনদের। ‘স্কালোনেতা’ দর্শনেই এখন বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা।