রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার ১১ কোটি ৯৭ লাখ

রিপোর্টার নাম / ১২ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ২:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ২ মার্চ ভোটার সংখ্যা ছিল পুরুষ ছয় কোটি চার লাখ ৪৫ হাজার সাতশ ২৪ জন, মহিলা পাঁচ কোটি ৮৭ লাখ চার হাজার ৮৭৯ জন, তৃতীয় লিঙ্গ ৮৩৭ জন। মোট ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। ২ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদের পর দেশের ভোটার সংখ্যা দাঁড়ায় পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১, মহিলা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন, তৃতীয় লিঙ্গ ৮৪৯ জন। মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।

অশোক কুমার দেবনাথ বলেন, দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ